বুধবার, ৪ নভেম্বর, ২০১৫





- আচ্ছা একটা কথা বলেন তো ?
- কি কথা ?
- একটা মেয়ে মোটামুটি একটু কিউট হলেই তার বয়ফ্রেন্ড থাকতে হবে, এমন কিছু কি কোনো সংবিধানে লেখা আছে ?
- না তো ! একদম না !

- কেউ এরকম উদ্ভট প্রশ্ন করলে তাকে কি উত্তর দেয়া যায়, বলুন তোহ !!
- উমমম...তাকে বলবেন, জ্বী আমার বয়ফ্রেন্ড আছে, আপনি রাস্তা মাপুন। হা-হা-হা
- আরে ধুর !! এটা কোনো যুক্তিগত উত্তর হলো নাকি ?? আর সবাইকে কি এই কথা বলা যায় ?!!
.
মেয়েটা ম্যাসেজটি সেন্ড করেই অফলাইন হয়ে যায়। ছেলেটি মুচকি হেসে ইনবক্সের দিকে তাকিয়ে থাকে। ছেলেটি বুঝতে পারে, মেয়েটি তাকে পছন্দ করে, মেয়েটি যে সিঙ্গেল আছে, এটাও সে বুঝাতে চায়— ছেলেটি সেটাও খুব ভালো করেই বুঝতে পারে। বুঝতে পেরেও চুপ থাকে, না বোঝার ভান করে।
.
- কি হলো, উত্তর টা খুঁজে পেয়েছেন?
- কোন উত্তর টা যেন??
- উফফ ...আরে কালকে যে বললাম !!
- ওহ আচ্ছা। না তো ! কিছুই খুঁজে পাইনি।
- আচ্ছা ওটা বাদ, আরেকটা কথা বলেন তো !
- কি কথা ?
- আপনারা ছেলেরা তো কাউকে ভালো লাগলে চাইলেই তাকে প্রপোজ করতে পারেন। কিন্তু একটা মেয়েতো তা পারে না। সেক্ষেত্রে তার কি করা উচিত ?
- উমম ...বড়ই চিন্তার বিষয় !!
- মানে এটার উত্তর ও আপনার জানা নেই, তাই না ??
- না মানে একটু গভীর ভাবে চিন্তা করতে হবে।
- কিহহহ !! ধুর থাকেন আপনের চিন্তা নিয়া !!
.
মেয়েটি আবারও চলে যায়। ছেলেটি এবার ইনবক্সের দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে হো হো করে হেসে ফেলে। সে কোনো প্রশ্নের উত্তর ঠিকঠাক মত দিতে না পারলেও মেয়েটি প্রতিদিন তার কাছে এত এত প্রশ্ন নিয়ে হাজির হয় !! অতিরিক্ত মনসেয়ানার ভিতরেও কারো কারো সরলতা প্রকাশ পায়। যে সরলতা গুলো একটা ছেলেকে প্রেমে পড়াতে বাধ্য করে। প্রেমে পড়ার আগের এই সময় গুলো অনেক বেশী মিষ্টি হয়। অনেক বেশী মধুর হয়। পুরো পৃথিবীটাই রঙ্গীন লাগে তখন । একদম রঙ্গীন লাগে।
.
...ছেলেটি একটা সময় মেয়েটির সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে। সে খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে মেয়েটির সব প্রশ্নের উত্তর দিবে। এত গোছানো কথা সে কিভাবে বলছে !! কোথা থেকে আসছে কথা গুলো !! নিজের এমন প্রতিভায় নিজেই মুগ্ধ হবে ছেলেটি । মেয়েটি সেদিন ছেলেটির কাছ থেকে তার সকল প্রশ্নের উত্তর পেয়ে অদৃশ্য এক লজ্জায় সিক্ত হবে। শরীরে শিহরন বইয়ে যাবে। ম্যাসেজ লিখতে হাত কাঁপতে থাকবে।
.
ততদিন চলুক না এই লুকোচুরি !
ভালবাসার লুকোচুরি...
ক্ষতি কি !!
-অভ্রনীল কায়েস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন