বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

ভালবাসা আর ঘৃনা
ভালবাসা আর ঘৃনা
একে অপরের পরিপূরক।
যখন ভালবাসা বারে
তখন ঘৃনা কমতে থাকে,
যখন ভালবাসা কমে
তখন ঘৃনা বারতে
থাকে।
যাকে খুব ভালবাসা হয়
তার প্রতি যেমন ঘৃনা
থাকে না তেমনি সেই
মানুষের প্রতি যখন
ভালবাসা থাকে না সে
যায়গা প্রচুর ঘৃনা ভর
করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন